বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ারি কবিরের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

পরের সংবাদ

কন্টেইনার দিয়ে তৈরি স্টেডিয়াম-৯৭৪

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

একের পর এক চমক দিয়ে ফিফা ২০২২ বিশ্বকাপের আয়োজন করছে কাতার। আসন্ন বিশ্বকাপের জন্য আটটি স্টেডিয়াম তৈরি করেছে দেশটি। তন্মধ্যে একটি স্টেডিয়াম পরিবহন যোগ্য। ইট-পাথরে গড়া এত বড় স্টেডিয়াম পরিবহনযোগ্য শুনতে যেমন অবাক লাগে, তেমনি স্টেডিয়ামটির নামও বেশ অদ্ভুত। কাতারের এই ভেন্যুটির নাম ‘স্টেডিয়াম ৯৭৪’। ভেন্যুটি নির্মাণ করতে ৯৭৪টি শিপিং কন্টেইনার ব্যাবহার করা হয়েছে। এছাড়া কাতারের আন্তর্জাতিক ডায়াল কোডও ৯৭৪। স্টেডিয়ামটির প্রাথমিক নাম ছিল রাসা আবু আবুদ। ২০২১ সালের ৩০ নভেম্বর এর নামকরণ করা হয়েছে স্টেডিয়াম-৯৭৪। সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ‘স্টেডিয়াম ৯৭৪’-এর ডিজাইন করেছে স্পেনের রাজধানীভিত্তিক স্থাপত্যবিষয়ক সংস্থা ‘ফেনউইক ইরিবারেন আর্কিটেক্টস’। একসঙ্গে ৪০ হাজার দর্শক এই স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। এবারের বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচসহ মোট ৭টি খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। বিশ্বকাপের জন্য প্রস্তুতকৃত অন্য স্টেডিয়ামগুলোকে শীতল রাখার জন্য বাড়তি পদক্ষেপ নিলেও এই স্টেডিয়ামের জন্য তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কারণ স্টেডিয়ামটির উদ্ভাবনী নকশাই এর পরিবেশ শীতল রাখবে। সমুদ্রের নিকটবর্তী স্থানে হওয়ার সুবাদে স্টেডিয়ামটি শীতল থাকবে। আর প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশ্বকাপ শেষে স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে। স্টেডিয়াম নির্মাণে ব্যবহৃত শিপিং কন্টেইনারগুলোকে খুলে জাহাজে করে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হবে। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, স্টেডিয়ামটি কোনো অনুন্নত দেশে দান করা হবে, যারা এটা ব্যবহার করে তাদের ফুটবল উন্নয়নে কাজে লাগাতে পারবে। – ইফতেখার শিমুল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়