ডি-৮ সিসিআই বিজনেস ফোরাম এন্ড এক্সপো শুরু আজ

আগের সংবাদ

জ্বালানি নিয়ে হুলুস্থুল : এক মাসের তেল মজুত, অর্ডার ৬ মাসের > রিজার্ভ কমায় আমাদের ঝুঁকি নেই

পরের সংবাদ

কিউআর কোডের জ্যাকেট নতুন পোশাকে ডিবি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কিউআর কোড সংবলিত নতুন জ্যাকেট সংবলিত পোশাক দেয়া হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সদস্যদের। এতে কিউআর কোড স্ক্যান করলেই বুঝা যাবে জ্যাকেটটি আসল নাকি নকল। চলতি মাসেই এ পোশাক সরবরাহ করা হবে। জানা যায়, কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে ডিবির নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। যদি ভুয়া পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে। সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেয়া হবে। ডিএমপি ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর রশীদ বলেন, আমাদের জ্যাকেটগুলো অনেক পুরনো। প্রতারক চক্র বাইরে থেকে হুবহু এটি নকল করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে এবং মানুষকে ফাঁদে ফেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। সেজন্য ডিবিতে সংযোজন হচ্ছে নতুন কিউআর কোড জ্যাকেট। এছাড়া কিছু নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে জ্যাকেটটি নকল করা অসম্ভব হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়