মুম্বাইয়ে ভবনধসে নিহত ১৯

আগের সংবাদ

বানভাসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

পরের সংবাদ

সিনেমায় নেতিবাচক চরিত্রে আফজাল হোসেন

প্রকাশিত: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দুই বছর আগে ‘ক্রান্তিকাল’ সিনেমার ঘোষণা দিয়ে নির্মাতা সালাহউদ্দিন জাকী জানিয়েছিলেন, যেখানে শেষ হয়েছে ‘ঘুড্ডি’, সেখান থেকেই নতুন সিনেমা ‘ক্রান্তিকাল’-এর শুরু। আশির দশক থেকে বর্তমান সময় পর্যন্ত তুলে আনতে চান তিনি। এ সময়টাকে তিনি চিহ্নিত করেছেন ‘ক্রান্তিকাল’ হিসেবে। এ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। সালাউদ্দীন জাকী বলেন, ‘নতুন সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন শরীফ সিরাজ ও সামিরা খান মাহি। তবে এ সিনেমায় অন্যতম চমক বলা যায় আফজাল হোসেনকে। তাকে দর্শক নেতিবাচক চরিত্রে দেখতে পাবেন।’ এরই মধ্যে শেষ হয়েছে গানের রেকর্ডিং। রেজওয়ানা চৌধুরী বন্যা ও নন্দিতা ইয়াসমিনের কণ্ঠে থাকবে রবীন্দ্রসংগীত। ‘ঘুড্ডি’ সিনেমার বিখ্যাত গান ‘আবার এল যে সন্ধ্যা’ও থাকবে এতে। ‘ক্রান্তিকাল’-এর গল্পের সঙ্গে মিল রেখে নিজেও দুটি গান লিখেছেন সালাহউদ্দীন জাকী। ‘আমি কার কাছে রেখে যাব আমার ঠিকানা’ শিরোনামের গানটি রাখা হয়েছে সিনেমার থিম সং হিসেবে। রেহান রসুল ও কোনাল গেয়েছেন গানটি। ‘বেল পাকিলে কাউয়ার আশা কী’ শিরোনামের একটি গান ব্যবহার করা হয়েছে পলিটিক্যাল স্যাটায়ার হিসেবে। এ গানে কোনালের সঙ্গে আছেন লীনু বিল্লাহ। নির্মাতা জানিয়েছেন, এ বছরই তিনি মুক্তি দিতে চান ‘ক্রান্তিকাল’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়