মুম্বাইয়ে ভবনধসে নিহত ১৯

আগের সংবাদ

বানভাসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

পরের সংবাদ

পাকস্থলীতে ২৩৩ কয়েন, ব্যাটারি ও কাচের টুকরা

প্রকাশিত: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের এক ব্যক্তির পাকস্থলীতে শত শত কয়েন, লোহার পেরেক, ব্যাটারি এবং কাচের টুকরা খুঁজে পাওয়ার পর কার্যত বিস্মিত হয়ে গেছেন তুরস্কের একদল চিকিৎসক। অস্ত্রোপচারের মাধ্যমে ওই ব্যক্তির পাকস্থলী থেকে এসব বস্তু অপসারণ করা হয়েছে এবং আশার খবর হলো তিনি সুস্থ আছেন। গালফ টুডের প্রতিবেদন, তলপেট ব্যথা করছে বলে জানানোর পর ৩৫ বছর বয়সি
ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা তার এন্ডোস্কপি এবং এক্স-রে করে দেখতে পান তার পেটে শতাধিক কয়েন, লোহার পেরেক, ব্যাটারি এবং কাচের টুকরা রয়েছে। পরে হিসাব করে দেখা যায়, ওই ব্যক্তির পেটে ২৩৩টি কয়েন ছিল। চিকিৎসক ডা. বেনিসি বলেন, আমরা ব্যাটারি, চুম্বক, পেরেক, কয়েন, কাচের টুকরা এবং স্ক্রু খুঁজে পেয়েছি। আমরা তার পেট পুরোপুরি পরিষ্কার করেছি। সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে যেমন দেখা যায়, এটি তেমন পরিস্থিতি ছিল না।
এ জাতীয় বস্তু অনিচ্ছাকৃত গিলে ফেলার ঘটনা সাধারণত শৈশবে অথবা মানসিক রোগী, কারাবন্দি অথবা বয়স্কদের ক্ষেত্রে ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়