টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

সিংড়ায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : জেলার সিংড়ার বুদ্ধি প্রতিবন্ধী শিশু গণধর্ষণ মামলার পলাতক আসামি শিমুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত রবিবার সন্ধ্যার পর উপেেজলার চৌগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিমুল উপজেলার সাওল বুদার বাজার এলাকার মো. জালালের ছেলে। তাকে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।
র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যার দিকে র‌্যাব-৫ এর একটি দল উপজেলার চৌগ্রাম বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে নারী শিশু নির্যাতন দমন আইন মামলার পলাতক আসামি শিমুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২১ সালের ১৯ ডিসেম্বর ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে আসামিরা আসামি শিমুলের বাড়িতে নিয়ে গিয়ে ভিকটিমকে জোরপূর্র্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিমের বোন বাদী হয়ে সিংড়া থানায় আসামিদের বিরুদ্ধে গণধর্ষণ মামলা রুজু করেন। মামলার পর থেকে আসামি শিমুল পলাতক ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়