টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

আশাশুনিতে সড়কে বালু রাখায় জরিমানা

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি-সাতক্ষীরা সড়কের উপর বালু রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সড়কের চাপড়া গ্রামের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেট কার, ইজিবাইক ও মোটরসাইকেলসহ ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করে। সড়কের চাপড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়কের বড় অংশজুড়ে প্রায়ই ট্রাক থেকে বালু নামিয়ে রাখা হয়। পাকশী বালু ও সিলেকশন বালু সড়কের উপর রাখার কারণে বালু সড়কজুড়ে ছড়িয়ে যায়।
ফলে বালুর উপর যানবাহন বিশেষ করে মোটরসাইকেল ওঠার পর ব্রেক ধরলে দুর্ঘটনা ঘটে। রাতের আঁধারে ক্রসিং করতে গিয়ে বালুর স্তূপে উঠে দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে দুর্ঘটনায় অনেকেই হাত-পা ভেঙে পঙ্গু হয়েছেন। অনেক যানবাহন ক্ষতিসাধিত হয়েছে। একই স্থানে বাঁশের ট্রাক রাখায় বুকে বাঁশের আগা বিঁধে এক দারোগার মৃত্যু হয়েছে এখানে। বারবার সতর্ক করা হলেও ব্যক্তি স্বার্থে বালু, বাঁশের ট্রাক রাখা বা সড়কের উপর স্তূপ করা বন্ধ হয়নি। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু স্তূপকারী তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের ঠিকাদার আ. জব্বারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে বালু অপসারণ করে নেয়া এবং ভবিষ্যতে এখানে বালু না রাখার শর্তে জরিমানা করে রেহাই দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়