সেন্ট লুসিয়ায় ধীরে এগুগোচ্ছে উইন্ডিজ

আগের সংবাদ

বিধ্বস্ত শহরে ভূতুড়ে নিস্তব্ধতা : আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ > অফিসপাড়া নিথর > বন্ধ হাসন রাজা মিউজিয়াম > পথে পথে ক্ষতচিহ্ন

পরের সংবাদ

সিংড়ায় বানার বাঁধ অপসারণ

প্রকাশিত: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়ার চলনবিল থেকে প্রায় ৫ হাজার মিটার বানার বাঁধ অপসারণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় জেলারবাতা এলাকা থেকে এই বাঁধ অপসারণ করা হয়। সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান অভিযান পরিচালনা করে এই অবৈধ বাঁধ অপসারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন। জানা যায়, চলনবিলে বন্যার পানি আসার সঙ্গে সঙ্গে একশ্রেণির প্রভাবশালী পানি আটকিয়ে বানার বাঁধ দিয়ে মা মাছ শিকার করছিল। খবর পেয়ে জোলারবাতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়