সেন্ট লুসিয়ায় ধীরে এগুগোচ্ছে উইন্ডিজ

আগের সংবাদ

বিধ্বস্ত শহরে ভূতুড়ে নিস্তব্ধতা : আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ > অফিসপাড়া নিথর > বন্ধ হাসন রাজা মিউজিয়াম > পথে পথে ক্ষতচিহ্ন

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ত্রাণসামগ্রী বিতরণ

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গত শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণে উদীচীর ত্রাণ বিতরণে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর-রহিম-জাদিদ, সুনামগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির ত্রাণ শাখার অর্থায়নে বন্যার্তদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ফুটবল টুর্নামেন্ট

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রবিবার ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টে মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা এফাজুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা অচিন্ত কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুজ্জোহা, সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষিমেলা

কমলনগর (ল²ীপুর) প্রতিনিধি : কমলনগরে গতকাল রবিবার থেকে তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ প্রমুখ।

উপহার বিতরণ 

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বিপ্লবী যুব উন্নয়ন সমবায় সমিতি। প্রতিষ্ঠানটি এক অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে কনে সাজের উপকরণ বিতরণ করেছে। গতকাল রবিবার দুপুরে মেয়ের বিয়েতে কনে সাজের উপকরণ কনে ও তার মা-বাবার হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোখলেছার রহমান জিল্লু, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, বিপ্লবী যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিকাশ চন্দ রায়, কনের মা-বাবা উপস্থিত ছিলেন। 

মাদকবিরোধী র‌্যালি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ উপলক্ষে রাণীনগরে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। এটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান প্রমুখ।

সচেতনতা কর্মশালা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারীতে সোনালী ব্যাংক লি. চিলমারী শাখার সার্বিক ব্যবস্থাপনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংক রংপুরের তত্ত্বাবধানে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. সাইফুজ্জামান। সোনালী বাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওয়াহেদুন্নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক ব্রজেন্দ্র নাথ রায়, চিলমারী মডেল থানার ওসি মো. আতিকুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়