সেন্ট লুসিয়ায় ধীরে এগুগোচ্ছে উইন্ডিজ

আগের সংবাদ

বিধ্বস্ত শহরে ভূতুড়ে নিস্তব্ধতা : আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ > অফিসপাড়া নিথর > বন্ধ হাসন রাজা মিউজিয়াম > পথে পথে ক্ষতচিহ্ন

পরের সংবাদ

আলফাডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : আলফাডাঙ্গা পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট পেশ করেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার।
বাজেটে সর্বমোট রাজস্ব ও উন্নয়ন খাতে ২৪ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৩০৯ টাকা আয় ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার ৩০৯ টাকা। এছাড়া এবার বাজেটে রাজস্ব খাতে আয় ২৩ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৬২৯ টাকা ও ব্যয় ২৩ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা ধরা হয়েছে। পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ। শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি- এ প্রতিবাদ্যকে সামনে রেখে বাজেট ঘোষণার অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান।
এ সময় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর নাগরিক, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়