র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

সিলেটের বন্যাদুর্গত মানুষের পাশে ‘স্বপ্ন’

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সিলেটের সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। গত মঙ্গলবার ও গতকাল বুধবার বন্যাদুর্গত কয়েক হাজার মানুষের জন্য শুকনা খাবার, পানি এবং ওষুধ বিতরণ করেছেন ‘স্বপ্ন’-এর কর্মীরা। সিলেটের সুনামগঞ্জ, ছাতক, দোলার হাওরের চেচান স্কুল, সেনুপর, চান্দের বাড়ি, ভোলাগঞ্জসহ আশপাশের কয়েকটি গ্রামে ত্রাণসহায়তা দেন স্বপ্ন-এর কর্মীরা। স্বেচ্ছাসেবক টিমের শরীরে স্বপ্ন-এর লোগো সংবলিত লাল রঙের টি-শার্ট ও টুপিতে লেখা আছে- ‘মানুষ বাঁচলে বাঁচবে স্বপ্ন’। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স এন্ড হেড অব ইমপ্লয়ি ওয়েলফেয়ার ডা. সোহেল মঈনউদ্দিন শৈবাল, জিএম করপোরেট অ্যাফেয়ার্স মিজানুর রহমান লিটন, এজিএম, (করপোরেট অ্যাফেয়ার্স) মুহাম্মদ তামিম খান, রিজিওনাল হেড অব অপারেশন আবদুল্লাহ আল মাহবুব প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়