বন্যায় উদ্ধার ও ত্রাণ : সরকারের উদাসীনতার তীব্র নিন্দা ও ক্ষোভ বাম জোটের

আগের সংবাদ

ত্রাণ পৌঁছেনি প্রত্যন্ত জনপদে : এখনো পানিবন্দি লাখ লাখ মানুষ, সিলেট বিভাগে বন্যায় ২২ জনের মৃত্যু

পরের সংবাদ

বানভাসি মানুষের পাশে থাকার আহ্বান শাবনূরের

প্রকাশিত: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সঙ্গে। বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান করছেন অনেক তারকা। বন্যাকবলিত এলাকার ছবি ও ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যা দেখে সুদূর অস্ট্রেলিয়া থেকে খারাপ লাগছে চিত্রনায়িকা শাবনূরের। রবিবার নিজের অফিসিয়াল ফেসবুকে মনের খারাপ লাগাকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে এই তারকা সবাইকে বানবাসি মানুষের পাশে থাকার আহ্বান করলেন। শাবনূর লিখেছেন, ভালো নেই প্রিয় মাতৃভূমি। সবাই যার যার জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে অনেকের জীবন। সবশেষে এ অভিনেত্রী বন্যার্তদের জন্য সাহায্য চেয়েছে স্রষ্টার কাছে। তিনি লিখেন, ‘সবাইকে যার যার জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে অনেকের জীবন। আল্লাহপাক প্রিয় দেশ ও দেশবাসীকে ভালো রাখুক।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়