উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

ব্র্যাক ব্যাংক : আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ডিজিটাল ও অলটারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিমার প্রিমিয়াম সংগ্রহের জন্য আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের পলিসিধারীরা এখন থেকে সারাদেশে বিমার প্রিমিয়াম দিতে পারবেন।
গত ৮ জুন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর চৌধুরী ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক বিভিন্ন কালেকশন ও পেমেন্ট সলিউশন চালুর মাধ্যমে ট্রানজেকশন ব্যাংকিংকে সমৃদ্ধ করেছে।
ব্যাংকের ডিজিটাল কালেকশন সলিউশনের মধ্যে অন্যতম হচ্ছে ডাইরেক্ট ডেবিট পুল। এই নতুন অংশীদারত্ব শুরু করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়