উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

আগ্রহ হারানোর শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৯ দশমিক ৩৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস ছিল ৫০ টাকা ৪০ পয়সা। অবশ্য এই দরপতনের আগে কোম্পানিটির শেয়ার দাম প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ে। এতে ৪২ টাকা ৫০ পয়সা থেকে দাম বেড়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৫২ টাকা পর্যন্ত উঠে। এর পরেই দরপতনের মধ্যে পড়ে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। শেয়ারের এমন দাম কমা কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২০ সালে ১২ শতাংশ, ২০১৯ সালে ১১ শতাংশ, ২০১৮ সালে ১০ শতাংশ, ২০১৭ সালে ১০ শতাংশ এবং ২০১৬ ও ২০১৫ সালে ১১ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮৪ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭১ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬১ শতাংশ, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের ৭ দশমিক ৩৬ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩৫ শতাংশ দাম কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়