আরো ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

জলে ভাসা সিলেট এক বিচ্ছিন্ন জনপদ : ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা > আশ্রয়ের খোঁজে অসহায় মানুষ > বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ

পরের সংবাদ

বিজেপির আমলে সুইস ব্যাংকে ভারতীয় টাকার রেকর্ড

প্রকাশিত: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালে সেখানে ভারতীয় ব্যক্তি ও সংস্থাগুলোর মোট আমানতের পরিমাণ প্রায় ৩০ হাজার ৫০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদির প্রতিশ্রæতি ছিল, কেন্দ্রে ক্ষমতায় এলে সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা দেশে ফেরত আনবেন। আর সেই নরেন্দ্র মোদির জমানাতেই ভারতীয়দের সুইস ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ সমস্ত রেকর্ড ভেঙে দিল।
সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালে সেখানে ভারতীয় ব্যক্তি ও সংস্থাগুলোর মোট আমানতের পরিমাণ ৩৮৩ কোটি সুইস ফ্রাঁ (প্রায় ৩০,৫০০ কোটি টাকা)। গত ১৪ বছরের মধ্যে এই টাকার পরিমাণ সর্বোচ্চ। বস্তুত, সে সময় থেকেই সুইস ন্যাশনাল ব্যাংকে আমানতের তথ্য প্রকাশ্যে আনা শুরু হয়। ২০২০ সালে সুইস ব্যাংকে ভারতীয় ব্যক্তি ও সংস্থাগুলোর মোট আমানতের পরিমাণ ২৫৫ কোটি সুইস ফ্রাঁ (প্রায় ২০,৭০০ কোটি টাকা)। অর্থাৎ, এক বছরের মধ্যে তা বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি একাধিকবার তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উদ্দেশে সুইস ব্যাংকে গচ্ছিত কালো টাকা ফেরত আনার দাবি তুলতেন। প্রতিশ্রæতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সুইস ব্যাংকে জমা কালো টাকা দেশে ফেরত আনারও। যদিও তা হয়নি। উল্টে ফান্ড, বন্ড, ডিবেঞ্চারের পাশাপাশি ভারতীয় অ্যাকাউন্টগুলোতে জমা পড়েছে ৪,৮০০ কোটি টাকা। যা গত সাত বছরের রেকর্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়