সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

বীর বাহাদুর উশৈসিং : পার্বত্য অঞ্চলে সংঘাত খুন-গুম, চাঁদাবাজি মেনে নেয়া যায় না

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাঙ্গামাটি : পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রীতিনীতিগুলো আছে বলেই পার্বত্য অঞ্চলের সামাজিক সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। এই অলিখিত আইনগুলো সংরক্ষণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাংসদ বীর বাহাদুর উশৈসিং।
তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন-গুম করে কখনোই শান্তি ফিরে আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালে আলোচনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এরপরও পার্বত্য অঞ্চলে সংঘাত, খুন-গুম, চাঁদাবাজি কখনোই মেনে নেয়া যায় না। গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি কংজরী চৌধুরীর সভাপতিত্বে হেডম্যান সম্মেলনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংইরয়ং ম্রো, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ হেডম্যানরা। সম্মেলনে তিন পার্বত্য জেলার ৩৫০ জন হেডম্যান কার্বারি অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়