সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ-সিসাসহ দুবাই ফেরত যাত্রী আটক

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি নিষিদ্ধ মাদক সিসা পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এসব স্বর্ণ ও সিসাসহ মাসুদ রানা নামে ওই যাত্রীকে আটক করেন বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা যাত্রী মাসুদ রানার বাড়ি জামালপুর জেলায়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ নামের একটি ফ্লাইট দুবাই থেকে এসে শাহ আমানতে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানাকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। আটকের পর তার লাগেজে তল্লাশি করে দুটি বার ও স্বর্ণের অলঙ্কার পাওয়া যায়।
ঘোষণা বহির্ভূত এসব স্বর্ণের ওজন ১ কেজি ২৪৪ গ্রাম। এছাড়াও লাগেজ থেকে আমদানি নিষিদ্ধ ৯ কেজি সিসা ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, মাসুদ রানার পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, নিয়মিত তার দুবাইয়ে আসা-যাওয়া ছিল। চলতি মাসেই তিনি দুবার দুবাই গিয়েছিলেন। তার এই ঘন ঘন দুবাই আসা-যাওয়া দেখে তাকে পেশাদার ক্যারিয়ার হিসেবে চিহ্নিত করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এর আগে ১ জুন আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩৪ পিস স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের চেইন জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়