আবহাওয়ার পূর্বাভাস : অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

আগের সংবাদ

কুমিল্লায় ভালো ভোটের পর ফলাফল নিয়ে উত্তেজনা : রিফাতকে জয়ী ঘোষণা > অজ্ঞাত ফোনের পর হামলা > মনগড়া ফল : অভিযোগ সাক্কুর

পরের সংবাদ

বয়স বাড়লেও চরিত্র নিয়ে খুশি দিয়া মির্জা

প্রকাশিত: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ২০২১ সালের ডিসেম্বরে চল্লিশে পা রাখেন। অভিনেত্রীর কথায়, মাইলফলক বয়স পেরিয়ে এসে ক্যারিয়ারে সেরা ভূমিকায় অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি। আরো উল্লেখ করেছেন, এর আগে ৩৫ বছর বয়সের পরে মহিলাদের জন্য বাছাই করা কয়েকটি ভূমিকা ছিল। এখন জিনিসগুলোর পরিবর্তন হয়েছে। তাদের বিভিন্ন চরিত্রের প্রস্তাব দেয়া হচ্ছে। ২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় দিয়ার। তারপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে বর্তমানে যেমনটা কাজের সুযোগ পাচ্ছেন, এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা বলে মন্তব্য করেছেন। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘বয়স বাড়লে আমাদের অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হয়। আমি খুশি, যে সুযোগগুলো আমার কাছে আসছে অনেকভাবে এই সমস্যার সমাধান করতে পারছি। যখনই আমি একটি ভালো ছবিতে শক্তিশালী চরিত্রে অভিনয় করার সুযোগ পাই, সেই আদর্শকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছি আমি। ৩৫ পেরোলে মহিলাদের এক ধরনের চরিত্রে ঠেলে দেয়ার প্রবণতাকে চ্যালেঞ্জ করছি আমি। বয়স বেড়েছে বলে আরো শক্তিশালী চরিত্রে অভিনয় করব, এই মানসিক জোর রাখি।’ ২০২০ সালে ‘থাপ্পড়’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল দিয়াকে। একটি সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। দিয়াকে পরবর্তীতে সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের ছবিতে দেখা যাবে। অনুভব সিনহার পরিচালনায় এই ছবি। এর আগে অনুভব সিনহার সঙ্গে ‘থাপ্পড়’, ‘দশ বাহানে’ এবং ‘ক্যাশ’ ছবিতে কাজ করেছিলেন দিয়া। এছাড়া অভিনেত্রীর হাতে রয়েছে ‘ধক ধক’। ‘থাপ্পড়’-এর সহ-অভিনেত্রী তাপসী পান্নুর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়