আবহাওয়ার পূর্বাভাস : অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

আগের সংবাদ

কুমিল্লায় ভালো ভোটের পর ফলাফল নিয়ে উত্তেজনা : রিফাতকে জয়ী ঘোষণা > অজ্ঞাত ফোনের পর হামলা > মনগড়া ফল : অভিযোগ সাক্কুর

পরের সংবাদ

বটমূলে বোমা হামলা : বিস্ফোরক মামলার যুক্তি উপস্থাপন পেছাল

প্রকাশিত: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ২০০১ সালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় যুক্তি উপস্থাপন পেছানো হয়েছে। গতকাল মঙ্গলবার মামলাটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনটি মঞ্জুর করে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম আগামী ১৪ জুলাই নতুন দিন ধার্য করেন। মামলাটিতে ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।
উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা করে জঙ্গিরা। এতে প্রাণ হারান ১০ জন। ওই হামলার পর রমনা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা করেন। বিস্ফোরক মামলায় ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আরেক মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া মাওলানা আকবর হোসেন, আব্দুল হান্নান, মুফতি আব্দুল হাই, আরিফ হোসেন, শাহাদাত হোসেন, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া, আবু বকর ও আবু তাহের কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়