ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ : পাচার হওয়া অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন

পরের সংবাদ

লক্ষীপুর : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলা

প্রকাশিত: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, লক্ষীপুর : ল²ীপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জজকোর্টের আইনজীবী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এডভোকেট সৈয়দ ফখরুল আলম নাহিদ গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে হামলার পর প্রথমে তাকে স্থানীয় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ল²ীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, কমলনগরে পশ্চিম কলাকোপা গ্রামে নিজ বাড়িতে জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতরভাবে আহত করে নাহিদকে। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় এবং হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
এদিকে রাতে জেলা বিএনপি আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এড. নাহিদকে দেখতে হাসপাতালে যান। এ সময় এক বিবৃতিতে বিএনপি নেতা এ্যানী ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়