প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

আগুন ফুলের মালা

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনকতক হলো, আমার বাগানের গোলাপ গাছটিতে আগুনের ফুল ফুটছে। একটি দুটি নয়, অনেক অনেকগুলো আগুন ফুল! ফুলগুলো তুলে আমি মালা গাঁথি, আমার শ্রমিক ভাইয়ের ছবিতে পড়াই। ভাইটি অট্টহাসিতে ফেটে পড়ে, ঝমঝম করে বৃষ্টি নামে। সমস্ত আগুন গোলাপ হয়ে যায়!

এইসব আকাশ-কুসুম স্বপ্ন দেখতে দেখতে আমি এক মুঠো আগুনে হাত পোড়াই। দগ্ধ হাতদুটো তুলে দৃঢ়ভাবে দাবি জানাই, আর কোন আগুন নয়, আর নয় কোন লাশ। আমি কেবল আমার শ্রমিক ভাইয়ের সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন চাই। তা না হলে অগ্নিদগ্ধ শ্রমিকের অসহায় পরিবারের পেটে জ্বলছে যে ক্ষুধার আগুন, অগ্নিৎসবের জন্য বোধকরি এর চেয়ে বেশি আগুনের প্রয়োজন নাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়