রাজধানীর বছিলায় জুতার কারখানায় আগুন

আগের সংবাদ

সংসদে প্রধানমন্ত্রী : দেড় বিলিয়ন ডলার সহায়তা সংগ্রহের চেষ্টা চলছে

পরের সংবাদ

ঢাকায় ‘জুরাসিক ওয়ার্ল্ড’

প্রকাশিত: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ‘জুরাসিক পার্ক’ যেন অন্যরকম এক নস্টালজিয়ার নাম। ১৯৯৩ সালের ১১ জুন মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গের এ ছবিটি। প্রাগৈতিহাসিক, অতিদানবীয়দের পর্দায় দেখে শিহরিত হয়েছিল সবাই। তারপর কেটে গেছে তিন দশক। একে একে মুক্তি পেয়েছে জুরাসিক সিরিজের আরো ৫টি সিনেমা। আর এবার আসছে ৬ষ্ঠ ছবি, ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়ন’। কলিন ট্রেভরো পরিচালিত এ সিনেমা আগামী ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, সব ঠিক থাকলে আন্তর্জাতিক মুক্তির দিনেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখা মিলবে জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের এই নতুন ছবি। অত্যাধুনিক এ প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ জানায়, ৫ জুন থেকে অনলাইন এবং কাউন্টারে ছবির অগ্রিম টিকেট বিক্রি চলছে। এর পাশাপাশি আরেকটি বিশেষ অফার থাকছে দর্শকদের জন্য। সেটি হলো, আগামী ১৫ জুন পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সের টিকেট কিনবেন (যে কোনো ছবির) তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী একজন কক্সবাজারের হোটেল সায়মনে দুই রাত থাকা এবং বিমানে আসা-যাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়ন’-এ রয়েছে গায়ে কাঁটা দেয়ার মতো সব দৃশ্য। ভয় ধরায় আকাশে ডাইনোসরের আক্রমণ বা বাইকের পেছনে ডাইনোসরের তাড়া করার দৃশ্য। জলের নিচে লুকিয়ে থাকা আর ঠিক তার ওপরেই ডাইনোসরের চিৎকার শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়। মহাকাব্যিক এই উপসংহারের ট্রেলার মুক্তির পর রীতিমতো ঘুম হারাম সিনেমাপ্রেমীদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়