ঐক্য পরিষদের বিবৃতি : ধর্ম মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দে ধর্মীয় বৈষম্য অবসান দাবি

আগের সংবাদ

নিছক দুর্ঘটনা নাকি নাশকতা : সীতাকুণ্ড ট্র্যাজেডি

পরের সংবাদ

সেলিম খান ও সালমান খানকে হত্যার হুমকি

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ফের হত্যার হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান। সালমান খান এবং তার বাবাকে চিঠির মাধ্যমে খুনের হুমকি দেয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রতিদিন প্রাতঃভ্রমণে বের হন সালমান খানের বাবা সেলিম খান। রবিবারও তার অন্যথা হয়নি। সকালে হাঁটাহাঁটির মাঝে একটি জায়গায় বসে বিশ্রাম নেন তিনি। ওই জায়গা থেকেই হুমকির চিঠিটি পাওয়া গিয়েছে। চিঠিতে কারো নামোল্লেখ নেই। ওই চিঠিতে সালমান খান এবং তার বাবাকে খুনের হুমকি দেয়া হয়। চিঠিতে লেখা হয়, সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে। মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। সম্প্রতি পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই মুম্বাই পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দীর্ঘদিনই পাঞ্জাবি গায়কের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় আছেন সালমান। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে সালমানের নিরাপত্তা বাড়ানো হয়। সেই সময় হিন্দুস্তান টাইমসকে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বলেছিলেন, ‘সালমান খানের নিরাপত্তা সার্বিকভাবে বাড়ানো হয়েছে। তার অ্যাপার্টমেন্টের চারপাশেও ২৪ ঘণ্টা পুলিশি টহল থাকবে, যাতে রাজস্থানের এই গ্যাং (বিষ্ণোইদের গ্যাং) কিছু করতে না পারে।’ সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের কারণ কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে। এই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করে। এই হরিণের রক্ষাকর্তা বিষ্ণোই সম্প্রদায়ের অংশ লরেন্স। ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। এর আগে বেশ কয়েকবার সালমান খানকে শার্প শুটার দিয়ে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে জানিয়েছিল, যোদপুরে সালমান খানকে আমরা হত্যা করব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়