ঐক্য পরিষদের বিবৃতি : ধর্ম মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দে ধর্মীয় বৈষম্য অবসান দাবি

আগের সংবাদ

নিছক দুর্ঘটনা নাকি নাশকতা : সীতাকুণ্ড ট্র্যাজেডি

পরের সংবাদ

শাকিরার সঙ্গী পিকেকে নিয়ে যা বললেন ব্রাজিলিয়ান মডেল

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বিয়ে না করেই দীর্ঘ ১১ বছর এক ছাদের নিচে ছিলেন কলম্বিয়ান বিখ্যাত পপস্টার শাকিরা ও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে। তবে শনিবার এক বিবৃতিতে আলাদা হওয়ার ঘোষণা দেন শাকিরা। গুঞ্জন ওঠে শাকিরার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতারণা করছেন পিকে। এরই মধ্যে ব্রাজিলিয়ান মডেল সুসি কর্টেজকে নিয়ে প্রকাশ পাওয়া খবরগুলো শাকিরার আলাদা হওয়ার পরিকল্পনায় কঠোর প্রভাব ফেলে বলে জানানো হয়েছে ভারতীয় ক্রীড়ামাধ্যম স্পোর্টসকিড়ার এক প্রতিবেদনে। ব্রাজিলিয়ান মডেল সুসি কর্টেজ প্রকাশ করেছেন শাকিরার সঙ্গী পিকে তাকে ইনস্টাগ্রামে অশালীন বার্তা পাঠাতেন। সুসি কর্টেজ বলেছেন, লিওনেল মেসি ও ফিলিপে কোতিনিয়োই বার্সেলোনার ড্রেসিংরুমের ভদ্রলোক। এ দুইজনই শুধু তাকে কোনো ধরনের মেসেজ পাঠাননি। সুসি বলেন, ‘তিনি আমাকে ইনবক্সে বার্তা পাঠিয়েছেন। শুধু মেসি ও কোতিনিয়ো আমাকে কখনো কিছু পাঠাননি। তারা ভালো স্বামী ও তাদের স্ত্রীদের খুব সম্মান করেন। শাকিরা এটির যোগ্য ছিল না।’ এই মডেল আরো বর্ণনা করেছেন কীভাবে পিকে তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, ‘বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রসেলের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। পিকে যখন এটি জানতে পারেন, তখন তিনি আমার নম্বর চান ও বার্তা পাঠান।’ সুসির বক্তব্যগুলো পিকের চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলে এবং তার সঙ্গে শাকিরার সম্পর্কের আরো অবনতি ঘটে। সুসি আরো বলেন, ‘যখন আমি ব্রাজিলে ফিরে আসি, তিনি আমাকে সরাসরি আমার ইনস্টাগ্রামে বার্তা পাঠাতেন। তিনি প্রতিদিন সেটি মুছেও ফেলতেন। আমাকে জিজ্ঞাসা করতেন আমি কখন ইউরোপে ফিরব আর সারাক্ষণ আমার নিতম্ব কতটা বড় তা নিয়ে জিজ্ঞেস করতেন। আমি যে মেসির প্রতি শ্রদ্ধাশীল, তা নিয়ে পিকে ঈর্ষান্বিত ছিলেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়