ভারতের গমে রুবেলা ভাইরাস : অর্ধলাখ টন ফেরত দিল তুরস্ক

আগের সংবাদ

কিশোরগঞ্জে মানববন্ধন : ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

পরের সংবাদ

বশেমুরকৃবিতে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা-২০২১-২২ বাস্তবায়নের অংশ হিসেবে ‘তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা ২ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আইকিউএসি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এপিএ ফোকাল পয়েন্ট ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. ময়নুল হকের সভাপতিত্বে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমান স্বাগত বক্তব্য দেন।
ভাইস চ্যান্সেলর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে শিক্ষকরা অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালন করছেন। ‘সার্ভিস এবং সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ছাড় নয়’ এ নীতিতেই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদণ্ডে সিমাগো র‌্যাঙ্কিং ও ইউজিসির এপিএ মূল্যায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে।
এ সাফল্য ও অর্জনকে স্থায়ীভাবে ধরে রাখতে শিক্ষকদেরকে দক্ষতার সঙ্গে এগিয়ে আসতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় ট্রেজারার ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকরা, প্রক্টর ও হল প্রভোস্টরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়