সাভারে ছাত্রলীগ নেতা রাজীবের মৃত্যুবার্ষিকী পালিত

আগের সংবাদ

থানায় থানায় দায় ঠেলাঠেলি : সীমানা জটিলতার অজুহাতে আরেক থানা দেখিয়ে দেয় পুলিশ, প্রতিকার পান না ভুক্তভোগীরা, চাপা পড়ছে অনেক অপরাধ

পরের সংবাদ

আইপিএল : রাজস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন গুজরাট

প্রকাশিত: মে ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আইপিএলের প্রথম আসরে এসেই শিরোপা জিতে নিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। গতকাল রবিবার রাতের ফাইনালে রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে রাজস্থান রয়েলস। গুজরাটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজস্থানের ব্যাটাররা ভালো ব্যাট করতে পারেনি। জস বাটলার সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন। অধিনায়ক সঞ্জু স্যামসাং ১৪ রান এবং ট্রেন্ট বোল্টের ১১ রান ছিল উল্লেখ করার মতো। গুজরাটের বোলারদের মধ্যে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ রানে ৩ উইকেট লাভ করেন। ১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। ডেভিড মিলার ১৯ বলে অপরাজিত ৩২ এবং শুভমান গিল ৪৩ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩০ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন।
রাজস্থানকে হারিয়ে দলটির রেকর্ডেই ভাগ বসিয়েছে গুজরাট। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব এতদিন শুধু রাজস্থানেরই ছিল, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই সবাইকে চমকে দিয়ে শিরোপা জিতে নিয়েছিল প্রয়াত শেন ওয়ার্নের রাজস্থান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়