নিরাপদ মাতৃত্ব দিবস আজ

আগের সংবাদ

কালো টাকার অবাধ সুযোগ! : বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিরল উদ্যোগ, কর দেয়ায় নিরুৎসাহিত হবে সৎ করদাতারা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: মে ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ওপেন হাউস ডে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাট থানা পুলিশের উদ্যোগে গতকাল শনিবার থানা মিলনায়তনে ওপেন হাইস ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন এএসপি মো. আসিফ ইকবাল (ফকিরহাট-মোংলা সার্কেল), মোল্লাহাট প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা। আরো বক্তৃতা করেন প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, ৫নং ওয়ার্ডের মেম্বার মো. বাদল মিয়া, মহিলা মেম্বার মিতা চৌধুরী।

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে সাঈদা নুরী তোহা নামে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌলভীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাঈদা নুরী তোহা ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে। জানা গেছে, বাড়ির সামনে পুকুর পাড়ে খেলছিল তোহা। এ সময় সবার অগোচরে পুুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তোহাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তোহাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী।

বাজেট ঘোষণা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভোলাব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু এ বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের সচিব মেহের উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। এ সময় বিশেষ অতিথি ছিলেন ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী, ভোলাব ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আজিজুল হক আজু, হেলাল মেম্বার, আবু সাঈদ, ভোলাব ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ প্রমুখ।

ডিভাইস বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনার সরকার’- এই প্রতিপাদ্যে নাগরপুরে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাউটারসহ ইন্টারনেট ডিভাইস বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ হল রুমে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাই বারইয়ারহাট পৌর এলাকায় র‌্যাবের হারানো অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের সভাপতিত্বে মোটরবাইক পার্কিং এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুকসহ বারইয়ারহাট বাজারের ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়