প্রশ্নফাঁস : মাউশির অফিস সহকারী নিয়োগ পরীক্ষা বাতিল

আগের সংবাদ

জীবনযাত্রায় চাপ আরো বাড়বে : গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব : শিল্প ও কৃষি উৎপাদন ব্যাহত হবে > সব পণ্যেরই দাম বাড়বে

পরের সংবাদ

কালবৈশাখীতে লণ্ডভণ্ড মুন্সীগঞ্জের ২ গ্রাম

প্রকাশিত: মে ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দুটি গ্রাম। অসংখ্য বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকচি ও কাদুরগাঁও গ্রামে ঝড়ে বাড়িঘর ও মুরগির খামার ভেঙে আহত হয়েছেন কয়েকজন। ঝড়ে গৃহহারা মানুষজন বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
কোলাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহবুব শাহ জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে প্রায় ৩০টি ঘর ভেঙে যায়, উড়ে যায় বেশকিছু ঘরের চাল। ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগির দুটি খামার। এ সময় আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত গৃহহীনরা। ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সরকারি সহযোগিতার দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব ঘোষ জানান, কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কর্মী এরই মধ্যে অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমাদের জানা নেই। তাৎক্ষণিকভাবে সহযোগিতা বলতে খাদ্য সহযোগিতা ছাড়া কিছু দেয়া সম্ভব না। পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝে অর্থ ও টিন দেয়া হবে বলে জানান তিনি।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারুফা বলেন, তিনজনের অবস্থা খুব খারাপ। তাদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আরো অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়