সোমবার থেকে টিসিবির ট্রাকে ১১০ টাকায় সয়াবিন তেল

আগের সংবাদ

ভোগ্যপণ্যের সিন্ডিকেট বেপরোয়া : লঘু দণ্ডের সুযোগ নিচ্ছে অসাধুরা, এবার অস্থিরতা আমদানি পণ্যে, চরম বিপাকে ভোক্তারা

পরের সংবাদ

ঠাকুরগাঁও : মাদকসহ নৈশকোচের সহকারী গ্রেপ্তার

প্রকাশিত: মে ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ফেনসিডিলসহ আরিফুর রহমান (৩৫) নামে কোচের হেলপার ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আরিফুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার মধ্যরাতে পৌর শহরের জজ কোর্টের সামনের মহাসড়ক থেকে একটি নৈশকোচ থেকে ২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুর রহমান সদর উপজেলার হরিনারায়ণপুর মাতৃগাঁও গ্রামের মো. সামসুল হকের ছেলে। এ বিষয়ে সদর থানার এসআই হিরনময় চন্দ্র রায় বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ওই দিন মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় এসআই হিরনময় চন্দ্র রায় গোপন সংবাদ পান রানীশংকৈল থেকে আনাস এন্টারপ্রাইজ নামে একটি কোচে বিক্রির উদ্দেশ্যে মাদক পাচার হচ্ছে। রাতে সঙ্গীয় ফোসসহ জেলা জজ কোটের সামনের মহাসড়কে ওই কোচটি আটক করে তল্লাশি করা হয়। এ সময় ওই কোচের হেলপার আরিফুর রহমান গাড়ি ভেতরের একটি বালতি থেকে ২ বোতল ফেনসিডিল বের করে দিয়ে মাদক ব্যবসার কথা স্বীকার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়