সোমবার থেকে টিসিবির ট্রাকে ১১০ টাকায় সয়াবিন তেল

আগের সংবাদ

ভোগ্যপণ্যের সিন্ডিকেট বেপরোয়া : লঘু দণ্ডের সুযোগ নিচ্ছে অসাধুরা, এবার অস্থিরতা আমদানি পণ্যে, চরম বিপাকে ভোক্তারা

পরের সংবাদ

জীবননগর পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: মে ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলামের নামে মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক আল মামুন রনি চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় মেয়র রফিকুল ইসলাম ও তার দুই ভাইসহ পাঁচ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার পৌর ভবনে সাংবাদিকদের কাছে মামলাটি মিথ্যা দাবি করেন বলে জানান মেয়র। মামলার বিবরণে জানা যায়, সাংবাদিক আল মামুন রনি চাল বিতরণের তথ্য জানতে মেয়র রফিকুল ইসলামের কাছে ফোন দেয়। তাদের মধ্যে মোবাইলে কথোপকথনের সময় মেয়র ওই সাংবাদিককে হুমকি দেন। এ ঘটনার জের ধরে মেয়র তার দলবল নিয়ে সাংবাদিক আল মামুন রনিকে শনিবার দুপুরে শহরের হাসপাতাল সড়কের বদর উদ্দিনের কাঠ গোলার সামনে মারতে যায়। সেখানে স্থানীয়দের বাধার মুখে রক্ষা পেয়ে রনি প্রাণে বেঁচে পালিয়ে যায়। মেয়র রফিকুল ইসলাম জানান, তার বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে দ্ব›দ্ব সৃষ্টি হলে আমি ঘটনাটি মীমাংসা করে দিই। এরপর থেকে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার শুরু করে। অবশেয়ে সে আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়