ক্র্যাবের স্থায়ী অফিস দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

আগের সংবাদ

রপ্তানি পণ্যের বহর বাড়ছে : মাইলফলকের ঘরে টেক্সটাইল, কৃষি এবং চামড়াজাত পণ্য

পরের সংবাদ

নিক্সন চৌধুরী : সদরপুরে হচ্ছে শেখ রাসেল স্টেডিয়াম

প্রকাশিত: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুরে শেখ রাসেল স্টেডিয়াম করা হচ্ছে। তিনি আরো বলেন, খেলাধুলার প্রতি ছাত্রছাত্রী ও যুবকদের এগিয়ে আসতে হবে। খেলাধুলা করলে যুবকদের মনমানসিকতা ভালো থাকে ও লেখাপড়ায় উৎসাহ বাড়ে। এ সময় তিনি পিয়াজখালীবাসীর দাবির মুখে একটি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রæতি দেন। এমপি গত সোমবার সন্ধ্যায় সদরপুরের পিয়াজখালী যুবশ্রেণির উদ্যোগে প্রিমিয়ার ক্রিকেট ফাইনাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসলাম বেপারির সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়