ক্র্যাবের স্থায়ী অফিস দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

আগের সংবাদ

রপ্তানি পণ্যের বহর বাড়ছে : মাইলফলকের ঘরে টেক্সটাইল, কৃষি এবং চামড়াজাত পণ্য

পরের সংবাদ

দিরাইয়ে পোনামাছ বিক্রির দায়ে অর্থদণ্ড

প্রকাশিত: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাইয়ের বাজারে দেশি জাতের পোনামাছ বিক্রির দায়ে অজিত বর্মণ (৪৬) নামের এক মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিরাই মাছবাজারে গিয়ে চান্দপুর গ্রামের জগদীশ বর্মণের ছেলে অজিত বর্মণকে পোনামাছ বিক্রি করতে দেখেন। এ সময় দেশি প্রজাতির বোয়াল মাছের পোনাসহ তাকে আটক করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, চান্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি গোপেশ বর্মণ প্রমুখ। সম্প্রতি দিরাই উপজেলার বিভিন্ন হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে দেশি জাতের পোনামাছ। দিরাই পৌরসদর, শ্যামারচর বাজার, ধলবাজার, বাংলাবাজার, টেলিফোন বাজারসহ সব বাজারেই পোনামাছ বিক্রি হচ্ছে।
এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, পোনা মাছ নিধনে আমরা সচেতনতা বৃদ্ধিসহ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছি। লোকচক্ষের আড়ালে কেউ কেউ পোনামাছ ধরছে ও বাজারে বিক্রি করছে। আমরা যাদের পাচ্ছি তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নিচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়