ইতিহাসবিদ সুরজিৎ দাশগুপ্তের যুক্তিবাদী ভূমিকা

আগের সংবাদ

সয়াবিন তেলের সংকট ‘কৃত্রিম’ : এখনো বাজারে মিলছে না তেল > সরবরাহকারী-পাইকারি ও খুচরা বিক্রেতা- ত্রিমুখী সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তা

পরের সংবাদ

পর্দার মায়েরা

প্রকাশিত: মে ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এক সময়ের নায়িকারা পরবর্তী সময়ে নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে অভিনয় করেন। যেমন ডিম্পল কাপাডিয়া, অমৃতা সিং, শাবানা আজমি, রেবতী একসময়ের সাড়া জাগানো নায়িকা। এখন তাদের দেখা যায় তারকাদের মায়ের চরিত্রে অভিনয় করতে। তবে বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন, যারা শুরু থেকেই মা। যাদের অভিনয়ের ক্যারিয়ারই শুরুই হয়েছে মায়ের চরিত্রে কাজ করে। বলিউডের অসংখ্য ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করে যারা পরিচিতি লাভ করেছেন, তেমন কয়েকজনের খোঁজ দিল মেলা

কিরণ খের
এই অভিনেত্রীকে বলা হয় বলিউডের সবচেয়ে ফ্যাশনেবল ও সুন্দরী মা। ‘রং দে বাসন্তি’, ‘দোস্তানা’, ‘ওম শান্তি ওম’সহ অনেক জনপ্রিয় ও হিট ছবিতে তিনি মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এই চরিত্রে অভিনয় করে নামের সঙ্গে যে কেবল ‘মা’ তকমা জুটেছে তা-ই নয়, অনেক পুরস্কারও ঝুলিতে উঠিয়েছেন। সর্বশেষ ২০১৪ সালে সোনম কাপুর ও ফাওয়াদ খান অভিনীত ‘খুবসুরত’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বলা বাহুল্য, সেখানেও মায়ের চরিত্রে দেখা গেছে তাকে। কিরণ খের এই ছবিতে অভিনেত্রী সোনমের মা হয়েছিলেন।

নিরুপা রায়
হিন্দি সিনেমার সবচেয়ে ত্যাগী ও দুঃখিনী মা হলেন নিরুপা রায়। ৭০ থেকে ৮০ দশকের প্রায় প্রতিটি মহাতারকার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার মতো চোখের জল বুঝি হিন্দি সিনেমার ইতিহাসে আর কেউ ফেলেননি। এই অভিনেত্রীর জন্ম ১৯৩১ সালে ভারতের গুজরাটে। মজার বিষয় হলো, পর্দায় তিনি যেসব অভিনেতার মা হতেন, তাদের অনেকের সঙ্গেই তার বয়সের পার্থক্য ছিল খুব কম। নিরুপা রায় ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। সেই বছরই ফিল্মফেয়ার তাকে আজীবন সম্মাননা প্রদান করে। ১৯৭৫ সালে ‘দিওয়ার’ ছবিতে তিনি অমিতাভ বচ্চন ও শশী কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর অসংখ্য ছবিতে একই চরিত্রে অভিনয় করে গেছেন তিনি।

রিমা লাগো
বলিউডের এই মা অবশ্য দুঃখী নন। তিনি সদাহাস্যময়ী। কোমল ও মমতাময়ী মায়ের চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাকে। রাজশ্রী প্রডাকশনের প্রায় সব ছবির মায়ের চরিত্রে থাকত রিমার উপস্থিতি। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে তিনি সালমান খান ও মাধুরী দীক্ষিতের মতো বড় তারকাদের মা হয়েছিলেন। শাহরুখ খান, কাজলের মায়ের চরিত্রেও তিনি অভিনয় করেছেন। তার জন্ম ১৯৫৮ সালে। আশির দশকে ক্যারিয়ার শুরু করেন।
– মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়