করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেইজিংয়ে ফের স্কুল বন্ধ

আগের সংবাদ

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ১৯ দফা নির্দেশনা : ঝুঁকি মোকাবিলায় নজরদারিতে চাকরিচ্যুত পুলিশরা

পরের সংবাদ

কেউ জানে না

প্রকাশিত: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কেউ জানে না
কথার ফাঁদে পা বাড়িয়ে
কষ্ট পাওয়ার ভার কতটা!

দুঃখ লাগে কার কতটা!
কার জীবনে আলোরা সব কালো হয়ে
সুর তুলে যায় হঠাৎ করেই…

কার আকাশের তারাগুলো
জ্বলে নেভে
কার জীবনের গল্পগুলো
ভীষণ একা!
কার জীবনের গহীন বাঁকে
একটি নৌকো বাঁধাই থাকে
সব সময়ে…
কেউ জানে না!

কেউ জানে না
জীবন নদী কোথায় কখন বাঁক নেবে যে!
কার সমুদ্র কখন হঠাৎ
নীল হবে যে
কেউ জানে না!

পাথর গাছেও একটি সবুজ
মন থাকে যে
কেউ জানে না!
তাতেও কেউ আঁচড় দিলে ব্যথাই লাগে।
হয়তো গাছ!
তাই নীরব থাকে
তাই বলে কি ব্যথার সাগর কালো হয় না!

পাহাড় কেমন দাঁড়িয়ে থাকে
একলা একাই
তাই বলে কি
সে কখনো ক্লান্ত হয় না!

নারী হয়তো কেবল কাঁদে
এটাই তার প্রতিকৃতি
তাই বলে কি!
চুপ থাকে সে
জীবন যুদ্ধে পিছিয়ে থাকে!

প্রয়োজনের যুদ্ধে জানি
একাই মানুষ
তাই প্রতিবারেই হোঁচট খেয়ে
এগিয়ে চলে।
আর নীরব হয়ে
দূর থেকে সবটা দেখে।
আর স্বপ্ন ভুলে
বাস্তবতায় বেঁচে থাকে।
মনের সাথে দ্ব›েদ্ব মেতে
স্বীকার করে এটাই জীবন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়