বাটলার ঝড়ে বিধ্বস্ত দিল্লি

আগের সংবাদ

চাঁদার হাট নিউমার্কেট-গাউছিয়া

পরের সংবাদ

সাকিবের সোনার কোম্পানির সঙ্গে কিউরিয়াসের যাত্রা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়, বিশ্বসেরা অলরাউন্ডার এবং রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান। তার নেওয়া নতুন উদ্যোগের অংশ হিসেবে সুইজারল্যান্ডে তৈরি ২৪কে মিন্টেড স্বর্ণবার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। এখন থেকে বাংলাদেশের বাজারে সুইজারল্যান্ডে তৈরি ২৪কে স্বর্ণবার বিভিন্ন ক্যাটাগরিতে যেমন ১ গ্রাম থেকে ১০০ গ্রাম পাওয়া যাবে। সাকিব আল হাসানের রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানির এ উদ্যোগের সাথে রয়েছে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস। কিউরিয়াসের ব্যাবস্থাপনা পরিচালক কল্পন এস হোসাইন প্রতিষ্ঠানটির বনানী আউটলেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে বলা হয়, বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া ২৪কে স্বর্ণবার ৯৯.৯৯ শতাংশ বিশুদ্ধ যা সুইজারল্যান্ডে তৈরি করা হয়েছে। ২৪কে সোনার বারগুলো বিশ্বজুড়ে সুপরিচিত। সঞ্চয়, বিনিয়োগ এবং লাভজনক পণ্য হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য। একইসঙ্গে উৎকৃষ্ট উপহারসামগ্রী হিসেবেও জনপ্রিয়। এ ছাড়া এ স্বর্ণবার বিশ্বে নগদে পরিশোধযোগ্য। নতুন এ উদ্যোগের কথা বলার সময় উচ্ছ¡াস প্রকাশ করেছেন রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমাদের দেশে এক সময় বিভিন্ন উৎসব বা আনন্দের মুহূর্তে সোনা উপহার দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এবং সোনার দাম বৃদ্ধির কারণে তা বদলে গেছে। সঠিক গুণমান নিশ্চিত করে সমাজের প্রতিটি মানুষের কাছে স্বর্ণ সহজলভ্য করতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমরা এ ব্যবস্থা করেছি।’ ডেকো লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন এস হোসাইন বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে নতুন পণ্যটি আনতে পেরে কিউরিয়াস অত্যন্ত আনন্দিত। আমাদের এ সোনার বার মূলত দিয়ে যে কেউ নিজের পছন্দ ও ডিজাইন অনুযায়ী নিজের অলঙ্কার তৈরি করে নিতে পারবেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়