রাজারবাগ পীর বিষয়ে মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে রুল

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর বার্তা : পানি ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর তাগিদ

পরের সংবাদ

ঈদ ব্যস্ততায় সরগরম শুটিংপাড়া

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রতিবারই ঈদকে উপলক্ষ করে দেশীয় টিভি চ্যানেলগুলো নির্মাণ করে থাকে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠানসহ আরো নানা রকমের অনুষ্ঠানমালা। তাই এ সময়টাতে নির্মাতা, অভিনয়শিল্পীসহ সবাই বেশ ব্যস্ত থাকেন। অতিমারি করোনার জন্য গত দুই ঈদে অভিনয় শিল্পীরা সেভাবে কাজ করতে পারিনি। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো জমজমাট শুটিংপাড়া। এখন বিভিন্ন লোকেশনে চলছে টিভি নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক নির্মাণের হিড়িক। শুটিং সেটে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বন করে শুটিং চলছে। ঈদের শেষ রাত পর্যন্ত চলবে নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক নির্মাণ। অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতারা এখন আর টেলিভিশননির্ভর নন। গত কয়েক বছরে তার প্রমাণ বহুবার পাওয়া গেছে। টেলিভিশনের সঙ্গে পাল্লা দিয়েই এখন ইউটিউবের জন্য নির্মিত হচ্ছে নাটক, টেলিছবিসহ বিভিন্ন অনুষ্ঠান। ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলের জন্যও তৈরি করা হচ্ছে বিভিন্ন বিনোদনমূলক কনটেন্ট। যে জন্য বিগত বছরগুলোর তুলনায় বাড়ছে ইউটিউবের ঈদের আয়োজন। প্রথম সারির তারকা ছাড়াও নবীন শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন এখন। বিভিন্ন শুটিং হাউসে ভিড় লেগেই আছে। উত্তরার আপনঘর ১ ও ২, লাবণী, হিমনীড়, ইউলো, মন্দিরাসহ উত্তরার সব হাউসে চলছে শুটিং। পুবাইল, দিয়াবাড়িসহ রাজধানীর বাইরের বিভিন্ন লোকেশনে চলছে শুটিং। এবারের ঈদের নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচালক দীপু হাজরা। তিনি বলেন, এবার ঈদে আমার ৫ থেকে ৬টি নাটক আসছে। ঈদের কাজ নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। আজ ঢাকাই তো কাল পুবাইল, নয়তো কক্সবাজার। এভাবেই নাটকগুলোর শুটিং করতে হচ্ছে। অভিনেত্রী তানজিন তিশা বলেন, ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি। কয়টা নাটকে কাজ করছি সংখ্যাটা গুনিনি। এছাড়া আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব জানান, এবার ৮ দিনব্যাপী ঈদের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। ঈদের মধ্যে আরটিভিতে ৩০টি একক নাটক ও সাত পর্বের দুটি ধারাবাহিক প্রচার হবে। যেখানে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফরান নিশো, মেহজাবীন থেকে শুরু করে নবীন তারকার সমাবেশ থাকছে। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, সিএমভি থেকে ঈদ উপলক্ষে ১৫টি একক নাটক নির্মিত হচ্ছে। সবকটির শুটিং প্রায় শেষের দিকে। দেশের জনপ্রিয় তারকা এসব প্রজেক্টে কাজ করেছেন। দীপ্ত টিভির পাবলিক রিলেশন অফিসার জাকিয়া সুলতানা জানান, এবার ঈদের জন্য ১৪টি একক নাটক নির্মাণ করছে দীপ্ত টেলিভিশন। এর মধ্যে প্রতিদিন দুটি করে নাটক প্রচার হবে। এছাড়া শর্টফিল্ম থাকছে ২১টি। এগুলো প্রতিদিন তিনটি করে প্রচার হবে। নাগরিক টিভির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাহবুব হাসান জ্যোতি জানান, ঈদ আয়োজনে সাতটি একক, সাত পর্বের চারটি ধারাবাহিক নির্মিত হচ্ছে। এগুলোতে দেশের নবীন-প্রবীন শিল্পীরা অভিনয় করেছেন। এদিকে বৈশাখী টেলিভিশন সূত্রে জানা গেছে, এবার ঈদে তারা সাতটি একক নাটক ও পাঁচটি ধারাবাহিক নাটক প্রচার করবে। প্রতি ঈদে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও টেলিভিশনে ৬০০ থেকে ৭০০ নাটক নির্মাণ হয়ে থাকে। বছরজুড়ে নাটকগুলো তৈরি হলেও ৮০ শতাংশ নাটক নির্মাণ করা হয় ঈদের তিন মাসে আগে। নির্মাতা কাজল আরেফিন অমির সিনেমার আঙ্গিকে নির্মাণ করেছেন নাটক ‘দ্য কিডন্যাপার’। যেখানে প্রধান দুই চরিত্রে দেখা যাবে দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও সাবিলা নূরকে। নাটকটি আসছে ঈদে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এর পাশাপাশি একই নির্মাতার ব্যাচেলর সিরিজের তারকাদের নিয়ে নির্মিত নাটক ‘ব্যাচেলর রমজান’ প্রকাশ পাবে ধ্রæব টিভিতে। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার ঈদে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে একাধিক নাটক ও টেলিছবি। সে তালিকায় আছে জাকারিয়া সৌখিন পরিচালিত জোভান-কেয়া পায়েল জুটির ‘চমন বাহার’, রাফাত মজুমদার রিংকু পরিচালিত তৌসিফ-তানজিন তিশা জুটির ‘অচেনা প্রেম’ এবং মহিদুল মহিম পরিচালিত অপূর্ব-মেহজাবীন জুটির ‘উড়ো প্রেম’সহ আরো বেশ কিছু আয়োজন। চলচ্চিত্র অভিনেত্রী ববিকেও এবার দেখা যাবে ছোট পর্দার আয়োজনে। ‘বঙ্গ বব’ সিরিজের দ্বিতীয় সিজনের জন্য নির্মিত ‘সুরভী’ নামের টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। ইমদাদুল হক মিলনের কাহিনী নিয়ে এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে ববির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। এ টেলিছবির পাশাপাশি বঙ্গর ইউটিউব চ্যানেলে আরো প্রকাশ পাবে নূর ইমরান মিঠুর পরিচালিত ‘অলৌকিক বিকেলের গল্প’, ভিকি জাহেদের ‘প্রায়শ্চিত্র’, শিহাব শাহিনের ‘হাফচান্স’ ও ইমরাউল রাফাতের ‘ফ্রিল্যান্সার নাদিয়া’সহ আরো বেশ কিছু নাটক ও টেলিছবি। এর বাইরেও সাউন্ডটেক, লেজার ভিশনসহ আরো বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ইউটিউব চ্যানেলে একাধিক নাটক ও টেলিছবি প্রকাশনা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। এতদিন গান এবং মিউজিক ভিডিওকে প্রাধান্য দিলেও এখন তারা মনোযোগী হয়ে উঠেছে নাটক, টেলিছবি প্রযোজনায়। সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বাবুল, সিএসভির কর্ণধার সাহেদ আলী পাপ্পু, ধ্রæব টিভির কর্ণধার ধ্রæব গুহসহ বেশ কয়েকজন প্রযোজকের সঙ্গে কথা বলে জানা যায়, অনলাইন বিনোদনের অন্যান্য আয়োজনের মতো নাটক নির্মাণ ও প্রকাশের নতুন দুয়ার খুলে দিয়েছে। ইউটিউবের সুবাদে দেশীয় নাটকের দর্শক ক্রমেই বাড়ছে। তাই ঈদ আয়োজনে বাড়ছে নাটকের সংখ্যা। তারকাবহুল সেসব আয়োজন নিয়ে দর্শক কৌতূহলও চোখে পড়ার মতো।
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়