দিনের তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস

আগের সংবাদ

রেকর্ড আমদানি, দামেও রেকর্ড : ব্যবসায়ীদের হিসাবেই রোজায় ভোগ্যপণ্য সরবরাহে ঘাটতির আশঙ্কা নেই

পরের সংবাদ

সেরা উদ্ভাবনের স্বীকৃতি পেল বিডিঅ্যাপস

প্রকাশিত: মার্চ ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সামাজিক অন্তর্ভূক্তির দৃষ্টিকোণ থেকে সেরা উদ্ভাবনের স্বীকৃতি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেডের উদ্যোগ বিডিঅ্যাপস। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২-এ এই স্বীকৃতি দেয়া হয়। দেশের ডেভেলপারদের জন্য পরিবেশকে সুগম করতে সমাজভিত্তিক বিভিন্ন কর্মসূচি হাতে নেয়ায় এ স্বীকৃতি পেয়েছে বিডিঅ্যাপস। ডিজিটাল উপায়ে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে প্ল্যাটফর্মটি। রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের কাছ থেকে এই পুরস্কারগুলো গ্রহণ করেন। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, বাণিজ্যিক মূল্য রয়েছে এমন উদ্ভাবনী সল্যুশন তৈরি করতে শুরু থেকেই সমাজের প্রতিভাবান অ্যাপস ডেভেলপারদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বিডিঅ্যাপস। ডিজিটাল জীবনধারায় সমাজকে সম্পৃক্ত করতে আমাদের পদক্ষেপকে অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়