দিনের তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস

আগের সংবাদ

রেকর্ড আমদানি, দামেও রেকর্ড : ব্যবসায়ীদের হিসাবেই রোজায় ভোগ্যপণ্য সরবরাহে ঘাটতির আশঙ্কা নেই

পরের সংবাদ

নতুন ম্যালওয়্যার টিবট

প্রকাশিত: মার্চ ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

টিবট নামের অ্যান্ড্রয়েড ব্যাংকিং ট্রোজানটি ২০২১ সালের শুরুতে প্রথম প্রকাশ্যে আসে। আক্রান্তদের টেক্সট মেসেজ চুরির জন্য এটি তৈরি করা হয়েছিল। অনলাইন জালিয়াতি ব্যবস্থাপনা ও প্রতিরোধ পরিষেবা প্রতিষ্ঠান ক্লিফির তথ্যানুযায়ী, টিটিভি, ভিএলসি মিডিয়া প্লেয়ার, ডিএইচএল, ইউপিএসসহ বিভিন্ন অ্যাপ থেকে স্মিশিং ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে প্রাথমিকভাবে টিবট ছড়িয়ে দেয়া হয়। গবেষকরা জানান, গত কয়েক মাসে আমরা একাধিক ভুক্তভোগীর খবর পেয়েছি। যা বর্তমানে ৪০০-এর বেশি অ্যাপে ছড়িয়ে গেছে। এর মধ্যে ব্যাংক, ক্রিপ্টো এক্সচেঞ্জ, ওয়ালেট ও ডিজিটাল ইন্স্যুরেন্সসহ একাধিক প্লাটফর্ম রয়েছে। অন্যদিকে রাশিয়া, হংকং, যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশে এটি ছড়িয়ে গেছে। টিবট এরই মধ্যে রাশিয়ান, স্লোভাক ও ম্যান্দারিন চাইনিজসহ বেশকিছু নতুন ভাষায় কার্যক্রম শুরু করেছে। ইনস্টলেশনের সময় কাস্টম মেসেজ প্রদর্শনে সহায়তার লক্ষ্যে এ সুবিধা যুক্ত করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি অনলাইন জালিয়াতি ব্যবস্থাপনা ও প্রতিরোধ পরিষেবা প্রতিষ্ঠান ক্লিফির গবেষণা দল গুগল প্লেস্টোরে নতুন একটি অ্যাপ্লিকেশনের সন্ধান পেয়েছে। যেটি ভুয়া আপডেট প্রদানের মাধ্যমে টিবট ছড়িয়ে দিচ্ছে। দলটি জানায়, প্রচলিত একটি কিউআর কোড ও বারকোড স্ক্যানার অ্যাপের আড়ালে টিবটটি রয়েছে। অ্যাপটি এরই মধ্যে ১০ হাজারের বেশিবার ডাউনলোড করা হয়েছে। রিভিউতে অ্যাপটিকে খুবই ভালো ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। একবার ডাউনলোড করার পর ড্রপারটি পপআপ মেসেজের মাধ্যমে জরুরি আপডেট দেয়ার কথা জানাবে। ব্যবহারকারীরা যদি একবার এটি ডাউনলোড করে ভুয়া আপডেটটি চালু করে তাহলে টিবটটি অ্যাক্সেসিবিলিটি সার্ভিস পারমিশন গ্রহণের মাধ্যমে ইনস্টল কার্যক্রম শুরু করে দেবে। ২০২১ সালের মে মাসে টিবটের কার্যক্রমের তুলনায় বর্তমান ভার্সনের বিস্তৃতি বেড়েছে। বর্তমানে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ক্রিপ্টো ওয়ালেট ও এক্সচেঞ্জ অ্যাপেও টিবট ছড়িয়ে গেছে। সূত্র : আইএএনএস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়