ইউক্রেনে শীর্ষ রুশ জেনারেল নিহত

আগের সংবাদ

ডিএনসিসির নতুন ওয়ার্ড উন্নয়ন কাজের উদ্বোধন : সেবা পাবে ২০ লাখ বাসিন্দা

পরের সংবাদ

যারা নতুন ব্যবহার করছেন

প্রকাশিত: মার্চ ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর সংখ্যাও দিন দিন বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপের একাধিক ফিচার ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো ভালো করছে। তবে যারা নতুন ব্যবহার করছেন এই প্ল্যাটফর্ম তাদের জন্য থাকছে কিছু টিপস ও ট্রিকস-
পিন চ্যাট : ফেসবুকে আপনার ওয়ালে যেমন পোস্ট পিন করে রাখেন তেমনি হোয়াটসঅ্যাপেও কাজটি করতে পারবেন। চ্যাট লিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দরকারি চ্যাট বা গ্রুপটি পিন করে রাখতে পারেন। সেটা হতে পারে আপনার অফিস বা কলেজের প্রয়োজনীয় গ্রুপ। যেখানে হামেশাই মেসেজ আসে, সেই ধরনের গ্রুপ পিন করে রাখুন। একে বলে পিন টু টপ। যে কোনো চ্যাটবক্সের ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন। সেখানেই এই পিন চ্যাটের অপশন পাবেন ব্যবহারকারীরা। ওই অপশনে ক্লিক করলেই আপনার বেছে নেয়া গ্রুপ সবার উপর দেখা যাবে।

মিউট চ্যাট : অনেকসময়েই হোয়াটসঅ্যাপে অনেক অবাঞ্ছিত লোকের মেসেজ আসে। অথচ হয়তো সেই ইউজারকে আপনি ব্লক করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ওই নির্দিষ্ট চ্যাটবক্স মিউট করে দিতে পারেন। এক্ষেত্রেও চ্যাটবক্সের ডানদিকের কোণে তিনটি ডট পাবেন। সেখানে গিয়ে আপনি মিউট নোটিফিকেশন অপশন পাবেন। অথবা সরাসরি ওই চ্যাটের উপর একটু বেশিক্ষণ প্রেস করে রাখলেও উপরে একটাই মাইকের মতো চিহ্ন দেখতে পাবেন। সেখানে চাপ দিলেই ওই নির্দিষ্ট চ্যাটের নোটিফিকেশন মিউট হয়ে যাবে। এটা গ্রুপ মেসেজের ক্ষেত্রেও প্রযোজ্য।

হোমস্ক্রিন শর্টকাট : প্রয়োজনীয় চ্যাট অনেকসময় হোয়াটসঅ্যাপের মূল পেজের অনেক মেসেজের ভিড়ে হারিয়ে যায়। এক্ষেত্রে আপনি ‘অ্যাড টু শর্টকাট’ করতে পারেন। চ্যাটবক্স খুলে উপরে ডানদিকের কোণে তিনটি ডটে ক্লিক করলেই এই অপশন পাবেন। এছাড়া চ্যাটবক্সের উপর লং প্রেস করলেও এই অপশন পাবেন। সেক্ষেত্রেই স্ক্রিনের উপরে ডানদিকের কোণে তিনটি ডট দেখা যাবে। সেখানেই পাওয়া যাবে এই অপশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়