বনানীতে ট্রেনের চাকায় শিক্ষার্থীর মৃত্যু

আগের সংবাদ

নতুন ইসির বহুমাত্রিক চ্যালেঞ্জ : সব দল ও ভোটারের আস্থা অর্জন > লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা > প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা

পরের সংবাদ

রাশিয়ায় চিপ রফতানি করবে না জাপান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর ধস নেমেছে ক্রিপ্টোকারেন্সি বাজারে। ২৪ ঘণ্টার ব্যবধানে ক্রিপ্টো বাজারের সার্বিক মূল্য কমেছে ১৫ হাজার কোটি ডলার। ক্রিপ্টোকারেন্সি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কয়েনডেস্কের তথ্য বলছে, বৃহস্পতিবার কেবল বিটকয়েনের দাম পড়েছে ৮ শতাংশ; প্রতিটি বিটকয়েনের দাম নেমে এসেছে ৩৫ হাজার ডলারের নিচে। একই সময়ে ইথারিয়ামের দাম ১২ শতাংশ কমে নেমে এসেছে ২ হাজার ৩২৫ ডলারের নিচে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর আন্তর্জাতিক পুঁজিবাজারে যে ধস নেমেছে, তার সঙ্গে যেন তাল মিলিয়ে ধস নেমেছে ক্রিপ্টোকারেন্সি বাজারে। ক্রিপ্টোকারেন্সির বাজারদর বেশির ভাগ ক্ষেত্রেই মূলধারার পুঁজিবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ওঠানামা করে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ লুনোর ভাইস প্রেসিডেন্ট ভিজায় আয়ার বলেন, ঝুঁকিপূর্ণ সম্পদগুলোর ওপর রাশিয়া-ইউক্রেন বিরোধ ও অস্থিরতার চাপ পড়ছে। এর মধ্যে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রাও আছে, যা এখনো উচ্চ ঝুঁকিসম্পন্ন সম্পদ হিসেবে দেখা হয়। রাশিয়ার বিভিন্ন ব্যাংক, ব্যক্তি এবং পুরো দেশের ঋণ ব্যবস্থার ওপর এরইমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবারেই এ বিষয়ে জরুরি বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ৬৯ হাজার ডলারের রেকর্ড বাজারমূল্য ছোঁয়ার পর থেকেই চাপে আছে বিটকয়েন। সূত্র : নিউইয়র্ক টাইমস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়