১৬ জেলায় বৃষ্টিপাত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আগের সংবাদ

চূড়ান্ত হলো ১০ জনের নাম : রাষ্ট্রপতির কাছে তালিকা যাবে কাল > নতুন ইসির শপথ রবিবার!

পরের সংবাদ

শহীদ মিনার ভেঙে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারি রাতে পাথরঘাটায় অস্থায়ীভাবে নির্মিত একটি শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে।
ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সুশীল সমাজ মুক্তিযোদ্ধা রাজনীতিকসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জরিত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।
এদিকে মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচির ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল পোস্ট দিয়েছেন। এই মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হুসেইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, এখন পর্যন্ত আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। তবে তিনি এ ঘটনায় মামলা করারও নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়