আবহাওয়া অধিদপ্তর : আগামী তিন দিন বৃষ্টি হতে পারে

আগের সংবাদ

ভাষানীতি প্রণয়নের তাগিদ : প্রযুক্তিতে পিছিয়ে, উচ্চশিক্ষায় অবহেলিত বাংলা ভাষা

পরের সংবাদ

তারাকান্দা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : তারাকান্দা উপজেলায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স চত্বরে উপজেলা প্রশাসন ও স্থাস্থ্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এড. ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন প্রমুখ। আজ রবিবার থেকে ৫০ শয্যা তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসাসেবার কার্যক্রম শুরু করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়