ঢাবির সাবেক অধ্যাপক শামসুল হক মোল্লা মারা গেছেন

আগের সংবাদ

বদলে যাচ্ছে মাদকবিরোধী যুদ্ধ

পরের সংবাদ

ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আরো খবর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশে ডেস্ক : দৈনিক ভোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে সারাদেশে পালিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার আলোচনা সভা ও কেক কাটা হয়। প্রতিনিধিদের পাঠানো আরো খবর-
ফেনী : সন্ধায় ফেনী রিপোর্টার্স ইউনিটিতে পত্রিকাটির ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সোনাগাজী প্রতিনিধি সৈয়দ মনিরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি শাহজালাল রতন, এনামুল হক পাটোয়ারি, আরিফুল আমিন রিজভী, সাপ্তাহিক আনন্দ তারকার সম্পাদক মামুনুর রশিদ মামুন, ফেনী জজকোর্টের আইনজীবী জাহাঙ্গীর আলম নান্টু, যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, যমুনা টিভি প্রতিনিধি আরিফুর রহমান, সময় টিভি প্রতিনিধি আতিয়ার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক দিদারুল আলম ও স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন।
বক্তারা ভোরের কাগজের তিন দশকের পথচলা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত সাংবাদিকরা।
নগরকান্দা (ফরিদপুর) : দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। পত্রিকার জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকনের সভাপতিত্বে ও নগরকান্দা উপজেলা প্রতিনিধি নিজাম নকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রæ, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, জেলা পরিষদ সদস্য আনজুমান আরা বেগম, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার মোর্শেদ।
এছাড়া পত্রিকাটির ভাংগা প্রতিনিধি রমজান সিকদার, সদরপুর প্রতিনিধি নুরুল ইসলাম, চরভদ্রাসন প্রতিনিধি আসলাম বেপারী, মধুখালী প্রতিনিধি অঞ্জন রায়, সালথা প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম (নাটোর) : বিকালে উপজেলার বনপাড়া পৌরসভা হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস মিয়াজী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, সাবেক উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. মোয়াজ্জেম হোসেন বাবলু, পত্রিকাটির উপজেলা প্রতিনিধি আবু সাঈদ, নিউ নেশনের জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়