ঢাবির সাবেক অধ্যাপক শামসুল হক মোল্লা মারা গেছেন

আগের সংবাদ

বদলে যাচ্ছে মাদকবিরোধী যুদ্ধ

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনব্যাপী প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। অতিরিক্ত জেলা প্রশাসক কে এম ইয়াসির আরাফাতের সঞ্চালনায় প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা এবং যুগ্ম সচিব ডা. পারভেজুর রহিম। আলোচনায় অংশ নেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়–য়া এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি প্রদীপ চৌধুরী।

মতবিনিময় সভা

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া থানা পুলিশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় থানা মাঠে জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) প্রশান্ত কুমার দে, উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, থানার ওসি মো. মুরাদ আলী, ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল প্রমুখ।

কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও?য়ে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গত বুধবার বিকালে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স ড্রিল শেড প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পুনাকের জেলা সভানেত্রী তাস?মিয়া জ?্যাবীন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর ট্রাফিক শাখার ইনচার্জ (টিআই) হারুন আল মাসুদ সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীতে অসহায়?মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান পুনাকের সদস্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়