বিএসএমএমইউ : ইমেরিটাস অধ্যাপক হলেন ডা. এ বি এম আব্দুল্লাহ্

আগের সংবাদ

গতিহীন প্রকল্পে সীমাহীন দুর্গতি > টঙ্গী-গাজীপুর মহাসড়ক : ৫ বছরের কাজে ১০ বছর পার

পরের সংবাদ

করোনামুক্ত হয়ে দেশে ফিরেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনামুক্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। গতকাল মঙ্গলার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অমিত কুমার দে বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম সোমবার দেশে ফিরেছেন। তিনি এখন করোনামুক্ত, সুস্থ আছেন। যে কোনো দিন থেকে ট্রাইব্যুনালে বিচারকাজে নেতৃত্ব দেবেন।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। ৭ জানুয়ারি পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে তিনি ছেলের বাসায় ছিলেন।
২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়