অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি : অভিযানে ৩০ মণ জাটকা ইলিশ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)-এর নির্দেশনায় মিনা মাহমুদা, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধানে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ, অফিসার এবং ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলা মৎস্য অফিসার এর উপস্থিতিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানার কাটপট্টি মাছবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১,২০০ কেজি বা ৩০ (ত্রিশ) মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এসব জাটকা ইলিশের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। বিজ্ঞপ্তি
অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষার্থে নৌপুলিশ নিয়মিতভাবে বছরব্যাপী নিষিদ্ধ ঘোষিত জাটকা নিধন অভিযান পরিচালনা করে থাকে। জাটকা নিধন বন্ধ হলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়বে। এতে দেশের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে তথা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়