নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি : আওয়ামী সমর্থিতরা পূর্ণ প্যানেলে জয়ী

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা আদালতের আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে আওয়ামীপন্থিরা বিজয়ী হয়েছেন। ১৭টি পদের সবগুলোতেই আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। ১৮ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। জেলা আইনজীবী পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমীন রনি।
নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছে সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সহসভাপতি অ্যাডভোকেট সুবাস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট হাছিব উল হাছান রনি, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আমিন কাঞ্চি।
, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট মো. রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং কার্যকরী সদস্য অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট হোসেন আহম্মদ, অ্যাডভোকেট মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, এবারের বিজয়ী সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল এর আগে আরো দুবার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়