নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

অভিমানে

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তোমার মনের অলিগলি ছেয়ে যাবে আমার হারিয়ে যাওয়ার বিজ্ঞাপনে। ব্যানার আর ফেস্টুনে জড়িয়ে যাবে তোমার ইট-পাথরের শহর। দফায় দফায় জারি হবে নতুন কোন ধারা। প্রেমিক অ-প্রেমিকের সেøাগানে শিহরিত হয়ে উঠবে তোমার স্ব-জমিন।
তবুও আমি ফিরবো না!

ঘন-কালো মেঘ জমবে তোমার বিষণ্ন আকাশে। আঁধারের কাছে আত্মসমর্পণ করবে তোমার সকল আলো ছায়া। চাপ চাপ কষ্টে ভরে উঠবে শূন্য হয়ে থাকা সেই পাষাণ হৃদয়। খরা কাটিয়ে চোখে নামবে শত বছরের বন্যা।
তবুও আমি ফিরবো না!

কাছে পাওয়ার তীব্র আকাক্সক্ষায় তৃষ্ণার্ত পাখির মতো ছটফট করতে থাকবে তুমি। অজানায় হাত বাড়িয়ে ছুঁতে চাইবে হারিয়ে যাওয়া সেই আমিটাকে। অস্পর্শে কাতর হয়ে উঠবে তুমি। স্মৃতির কোণে ভিজতে থাকবে নির্দ্বিধায়।
তবুও আমি ফিরবো না!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়