বিজিবির অভিযান : কক্সবাজারে উদ্ধার ৩০ কোটি টাকার আইস

আগের সংবাদ

আলোচনার কেন্দ্রে ইসি আইন

পরের সংবাদ

মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ : ভাঙ্গায় খোলা বাজারে চাল আটা বিক্রি শুরু

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) থেকে : ফরিদপুরের ভাঙ্গায় করোনাকালীন বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে।
গতকাল শনিবার সকালে পৌর সদরের ৪টি পয়েন্টে জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা সরকারিভাবে নির্ধারণ করে বিক্রি করা হয়েছে।
ভাঙ্গা বাজার পাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় খোলা বাজারে বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন। তিনি বলেন, ৩০ টাকা দরে চাল ও ১৮ টাকা দরে আটা জনপ্রতি ৫ কেজি করে সবাই পাবেন।
পৌরসভার ৪টি স্থান থেকে যে কেউ সরকার নির্ধারিত মূল্যে চাল-আটা কিনতে পারবেন। পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সোবাহান মুন্সি প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়