দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

রোয়াংছড়িতে মৎস্যচাষিদের প্রশিক্ষণ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যচাষিদের কার্প জাতীয় মাছের মিশ্র চাষ প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য বিভাগ। মৎস্য অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলার মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পে রাঙ্গামাটি জেলার পরীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মো. হিজবুল বাহার ভূঁইয়া, বান্দরবান সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন, বান্দরবান জেলা মৎস্য অফিসের উপসহকারী পরিচালক মো. মামুনুর রহমান, রোয়াংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ক্ষেত্র সহকারী মোহন দাশগুপ্ত।
উপজেলার ৪টি ইউনিয়নের মৎস্যচাষিরা কর্মশালায় অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়