আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

মাছের পরিবর্তে জেলের জালে উঠল মরদেহ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে দুরুল হোদা (৩০) নামে এক যুবকের মরদেহ। গত রবিবার রাত ১০টার দিকে এ মরদেহ উঠে আসে জালে। আগের দিন দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিহত দুরুল গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার আফজাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুরুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃগী রোগেও ভুগছিলেন তিনি। পানিতে গোসল করতে নেমে ডুবে যান।
তবে রবিবার রাতে অন্যদিনের ন্যায় জেলে শফিকুল ইসলাম শফি কয়েকজনকে নিয়ে মাদারপুর থেকে কিছুটা উজানে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। তখন দুরুলের মরদেহটি তাদের জালে উঠে আসে। পরে স্বজনদের খবর দিলে তারা এসে দুরুলের মরদেহ নিয়ে যান।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, সাধারণত মৃগী রোগীরা পানিতে নামলে সমস্যা হয়। এ কারণে দুরুল ডুবে গিয়েছিল। গতকাল সোমবার সকালে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়